বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্জ মোঃ জাহিদুল হকের নিজস্ব অর্থায়নে ১৮ মার্চ বেলা ১১ টায় ৫শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে চাউল, ডাউল ও শাড়ী, থ্রী—পিচ, লুঙ্গি বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুচ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্জ মোঃ জাহিদুল হব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল বারী সফু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, হাফেজ রাহাত হোসেন।