রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নলতার ইডার নির্বাহী পরিচালক ভারতে আইফা অ্যাওয়ার্ড সম্মাননায় ভ‚ষিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উজেলার নলতার ইডা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেন ভারতে আইফা অ্যাওয়ার্ড সম্মাননায় ভ‚ষিত হয়েছে। ২৩ জুলাই শনিবার বেলা ১২ টায় অল ইন্ডিয়া মহাতœা গান্ধী ইন্সটিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি এর ব্যবস্থাপনায় কলকাতা দমদম পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সাইন্স, টেকনোলজি এন্ড এডুকেশন কনফারেন্স ২০২২ অনুষ্ঠানে ইডার নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনকে সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রাধীর ঘোষের উপস্থিতিতে তার হাতে আইফা অ্যাওয়াড সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সৈকত মিত্র। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর হামিদা খানম প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ সহ ভারত মহাদেশের অনেক গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। মোট সাতটি দেশের গুণী ব্যক্তিদের ঐ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বলে পুরস্কারপ্রাপ্ত আকতার হোসেন জানিয়েছেন। এদিকে ইডার নির্বাহী পরিচালক ভারতে আইফা অ্যাওয়ার্ড সম্মানায় ভ‚ষিত হওয়ায় ২৪ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় ইডার প্রধান কার্যলয়ে ইডার স্টাফবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এসময় আকতার হোসেন বলেন, আমি প্রথম আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাওয়ায় অন্যরকম অনুভ‚তি লাগছে। আগামীতে এর চেয়ে বড় কিছু পাওয়ার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com