বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মোঃ শফিউল্লাহ’র পুত্র মোঃ আব্দুল মান্নানের বাড়ির পাশর্^বর্তী বিলের মৎস্য ঘেরে গত ১৮ নভেম্বর শনিবার দিবাগত রাতে কে বা কাহারা শত্রুতামূলকভাবে বিষ প্রয়োগ করে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় একলক্ষ টাকার সাদা মাছ নিধন করেছে। এদিকে ১৯ নভেম্বর রবিবার দিবাগত রাতে কাজলা হাটখোলা নামক স্থানে মেসার্স তিয়াস ফার্মেসীর চালের এ্যালবেস্টার ছাড়িয়ে কে বা কাহারা ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ৪০ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানির ঔষধ, মোবাইল রিচার্জ কার্ড, চার্জারসহ ৬৫ হাজার টকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ২০ নভেম্বর সোমবার সকালে দোকানে গিয়ে বিষয়টি দেখার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর আব্দুল মান্নান বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।