বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা শরীফের টাউনপাড়ায় সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক’র বাসভবনে গতকাল ১০ মে মঙ্গলবার বিকাল ৫টায় “উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দূর্বার এখনি সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার” এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের সফলতা ও আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সমাবেশে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান মোঃ নজমুল হাসান নাইমসহ নলতা, তারালী, ভাড়াশিমলা, চম্পাফুল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।