বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনীর কদমতলায় অবস্থিত ইউনিক ক্লিনিকে ভুল চিকিৎসা করা হয়েছে মর্মে সাতক্ষীরা সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার নলতা ইউনিয়নের ভাঙ্গানমারী গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর পুত্র মোঃ তৌহিদ ইসলাম এই অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, তৌহিদ ইসলামের মাতা ফুলজান বিবি অসুস্থ্য হলে গ্রাম ডাক্তার নাসিম হোসেনের মাধ্যমে নলতা কদমতলার ইউনিক ক্লিনিকে ডাঃ অনন্যা রাণীকে দেখাতে নিয়ে গেলে ডাঃ অনন্যা রাণী নিজেই আল্ট্রাসনো করে বলেন পেটের ভিতরে টিউমার হয়েছে। এক্ষুনি অপারেশন করতে হবে। সেই মোতাবেক ২৮/০৭/২০২৩ তারিখে অপারেশন করা হয়। অপারেশনের পরে তার মা দিনদিন আরো বেশি অসুস্থ্য হয়ে পড়লে তিনি তার মাকে নিয়ে সাতক্ষীরার ডাঃ এস জেড আকিত, ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ দেবদুলাল এবং ডাঃ ফয়সাল আহমেদকে দেখান। তারা দেখার পর অপারেশন ভুল হয়েছে বলে ডাক্তারা জানিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি বলেন, তার মাকে ইউনিক ক্লিনিকে অপাশেন বাবদ ১৪হাজার টাকা পরিশোধ করতে হয়। পরবর্তীতে চিকিৎসা করতে প্রায় ২লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু তার মা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিষয়টির প্রতিকার চেয়ে তিনি (তৌহিদ ইসলাম) ০৩/০১/২০২৪ তারিখে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এবং অভিযোগের অনুলিপি কপি সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা জেলা দুর্নীতি দমন ব্যুরো, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। এব্যাপারে জানতে চাইলে ক্লিনিকের মোস্তফা নামের এক কর্মকর্তা বলেন, ৫মাস আগে অপারেশন করা হয়েছিলো। সমস্যা হয়েছে আমাদের কাছে আবার আসলে আমরা দেখে দেব।