বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইডা সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সংস্থার প্রধান কার্যালয়ের ট্রেনিং সেন্টারে ১৫ ও ১৬ ডিসেম্বর ২ দিন ব্যাপী ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা ও দহ্মতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী দিনে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক, আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক বাবু সন্তোষ কুমার নাগ, ঢাকা সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) মোঃ ওয়ারেস আলী, আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন অফিসার তরিকুল ইসলাম, ঢাকা সমাজসেবা অধিদপ্তরে কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, ইডা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজ কামাল, রিজিওনাল ম্যানেজার আকরাম হোসেন, প্রধান হিসাব রক্ষক আব্দুস সেলিম, মনিটরিং অফিসার আফজাল হোসেন, হিসাব রক্ষক শুভজিৎ কুমার বসাক, আইটি অফিসার বাবু বিশ্বাস, হিসাব রকম রবিউল ইসলাম সহ ইডা সংস্থার ৭০ জন প্রশিক্ষণার্থী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের মোট কর্মসংস্থানের অর্ধেক কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে বেসরকারি সংস্থাগুলো। তাই বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।