শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

নলতায় এক শিক্ষক ও এক ব্যবসায়ীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার নলতার ঘোষপাড়ার মৃত তারক চন্দ্র হালদারের পুত্র, পুলিশ ইন্সপেক্টর অনিমেষ হালদার ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: অমরেশ হালদারের পিতা প্রাক্তণ শিক্ষক অনন্ত হালদার (৭৩) গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৪টায় নলতা শ^শানে তার সৎকার করা হয়। অপরদিকে নলতা হাটখোলার কর্মকার ব্যবসায়ী কর্মকার পাড়ার মৃত কানাইলাল কর্মকারের পুত্র, এএসপি তাপস কর্মকারের পিতা রবিন কর্মকার (৬৫) গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর ১২টা নলতা শ^শানে তার সৎকার করা হয়। উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com