মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

নলতায় এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে গজ ব্যান্ডেজ ব্যবসা মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ঘোড়াপোতায় ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় গজ ব্যান্ডেজ ব্যবসা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নলতা গজ ব্যান্ডেজ ব্যবসায়ী সমিতির সভাপতি সমাজ সেবক ও যুব সমাজের আইকন মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসান ও রাহুল বড়ুয়া, সাতক্ষীরা প্লাইউড ইন্ডাষ্ট্রিজ বিসিক শিল্প নগরী সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক জি এম নুরুল ইসলাম, নলতা গজ ব্যান্ডেজ ব্যবসা মালিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, হিসাবরক্ষক উদয় চন্দ্র পাল, সদস্য নাইমুল আহছান টুটুল, রজব আলী, মোঃ আলাউদ্দিন, শামীম আহমেদ প্রমূখ। অনুষ্ঠিত সভায় নলতার তাঁত শিল্প এবং গজ ব্যান্ডেজ ব্যবসার বিকাশ ঘটাতে বিস্তারিত আলোচনা হয়। গজ ব্যান্ডেজ ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং দাবির কথা তুলে ধরেন। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে সরকারি ঋণ পাওয়ার দাবি জানান ব্যবসায়ীগণ। এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা গণ মনোযোগ সহকারে শুনে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং ঋণ প্রদান, বিভিন্ন যন্ত্রাংশ প্রদান, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ কারিগর তৈরী সহ সরকারিভাবে সকল ধরনের সহযোগিতা করার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com