বিশেষ প্রতিনিধি ॥ নেশার টাকা যোগাড় করতে চুরি করার পর অনিক (১৪) নামের এক যুবক ও শেখ রফিকুল ইসলাম (৬৫) নামের গাঁজা ব্যবাসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলার নাহার ক্লিনিকের সামনের চায়ের দোকানদার মুজিবর রহমান ১১ মে শনিবার দুপুর ১টার দিকে নলতার বিল কাজলা গ্রামের ইসরাইল গাজীর পুত্র মাদক সেবী অনিক (১৪) কে দোকানে রেখে বাহিরে কাজে যায়। কিছুক্ষণপর দোকান মালিক এসে দেখে মাদক সেবী অনিক দোকানে নেই। কিন্তু ক্যাশ বাক্সে থাকা নগদ ৭হাজার ৩শত টাকা না পাওয়ায় সন্দেহ হলে পরদিন রবিবার সকালে অনিককে ডেকে শোনাবোঝা করলে সে টাকা চুরি করার কথা স্বীকার করে এবং পকেট থেকে ৫হাজার ৫শত টাকা বের করে দেয়। এসময় তার পকেটে ২পুরিয়া গাঁজা পাওয়া যায়। নলতা হাটখোলা দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিয়য়টি দোকান মালিক কমিটির সভাপতি ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জানায়। চেয়ারম্যান আজিজুর রহমান অনিকের কাছে জিজ্ঞাসা করলে সে চুরি করার কথা স্বীকার করে এবং কাশিবাটি গ্রামের মৃত মতিয়ার রহমানে পুত্র চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের (৬৫) কাছ থেকে গাঁজা কিনেছে বলে জানায়। তার স্বীকারোক্তির পর চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে দফাদার নুরহোসেন বাবু কয়েকজন গ্রাম পুলিশকে নিয়ে গাঁজা ব্যবাসায়ী শেখ রফিকুল ইসলামকে আটকের পর তার বাড়ি থেকে এক বয়েন গাঁজা উদ্ধার করে পরিষদে নিয়ে আসে। এসময় চোর ও মাদকসেবী অনিক আর কোন দিন চুরি ও গাঁজা সেবন করবে না বলে স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক রেখে কালিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে গাঁজাসহ ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।