বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়ার কলেজের হলরুমে ২ এপ্রিল বুধবার বিকাল ৪ টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শিবিরের সাবেক ও বর্তমান দ্বায়ত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ও জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন শাখার আমির সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার আকবর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, সাতক্ষীরা জেলার স‚রা ও কর্ম পরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম,কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক থানা সভাপতি জামাত নেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন জামাতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, শিবিরের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন রাহেল, শিবিরের সাবেক সভাপতি রাজু আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন শিবিরের সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।