মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার নলতার ঘোড়াপোতা নামক স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে ভোগান্তি পোহাচ্ছে ৬ পরিবার। গতকাল দুপুরে সরেজমিনে গেলে আব্দুল কাদের, আব্দুস সাত্তার, নুরুজ্জামান, জিয়াদ আলী, নুরইসলাম ও আয়শা খাতুন জানান, আমাদের আশে পাশে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে বিল্ডিং তৈরি করা হয়েছে। যার কারণে বাড়ির উঠান, ও চলাচলের রাস্তায় পানি জমে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষার মৌসুম শুরু থেকেই আমরা এই ভোগান্তি পোহাচ্ছি। তাই ভুক্তোভেগি পরিবারগুলো অতিদ্রুত যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে নলতা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম খলিল বিকালে এ প্রতিনিধিকে জানান, আগামিকাল ওই পানি সরানোর ব্যবস্থা করা হবে।