বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রেডিও নলতায় গতকাল ২৪ জুলাই সোমবার বেলা ১২টায় প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সেইপ প্রকল্পের আওতায় সঠিক প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দীন, নলতা হাসপাতালের সুপারিনটেন্টেন্ড ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের পরিচালক বদিউজ্জামান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন প্রমুখ। রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারেরসঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে সারাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চলমান রয়েছে। তাছাড়া দক্ষতা অর্জন না করা গেলে উন্নত দেশে রুপান্তিত করা সম্ভব না। তাই আমাদের সততার সাথে কাজ করতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে নিজেদের দক্ষ করে তোলার বিকল্প নেই।