বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ থানা পুুলিশের অভিযান ভারতীয় ১৩০ বোতল ফেন্সিডিল সহ আলী নেওয়াজ গাজী (৫২) কে আটক করা হয়েছে। গতকাল ভোর সোয়া ৪ টার কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আলী নেওয়াজ গাজী চম্পাফুল ইউনিয়নের বারদাহ গ্রামের ছুন্নত আলী গাজীর পুত্র। পুলিশ সূত্রে জানাগেছে, ভারতীয় ফেন্সিডিল ঢাকায় পাচারের উদ্দেশ্যে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের পাশে অপেক্ষা করছে একটি চক্র গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পেরে ভোর সোয়া ৪ টার পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে। তার কাধে থাকা বস্তার ভিতর থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পুর্বক আসামীকে আলামত সহ থানায় হস্তান্তর করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।