বিশেষ প্রতিনিধি \ নিজ কারখানায় ডিমের বাচ্চা ফুটানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে সফিকুল ইসলাম বাবু (৪৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। মৃত সফিকুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সুজায়েত আলীর পুত্র। গত ২০ মার্চ রবিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের ভাই নলতা ইউপির গ্রাম পুলিশ পলাশ জানান, রবিবার রাত ১০ টার দিকে তার ভাই সফিকুল ইসলাম বাবু নিজ কারখানায় ডিমের বাচ্চা ফুটানোর সময় অসবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় জানতে পেরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরদিন গতাল সোমবার বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদের নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১ কণ্যাস, ২ ভাই, ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।