বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পলিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে স‚র্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। অন্যান্যদের মধ্যে ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, আব্দুল্লাহ মোড়ল, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ শমসের আলী, ৩নং ওয়ার্ড সভাপতি লক্ষণ চন্দ্র রায়, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ৫নং ওয়ার্ড সভাপতি মোহাম্মাদ আলী, সম্পাদক আলহাজ্জ মোঃ আরশাদ আলীসহ আওয়ামীলীগ, যবুলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ হাবিবুর রহমান। পরে কাঙ্গালী ভোজ করা হয়। এদিকে নলতার ইডা সংস্থা ও ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে, ইডার নির্বাহী পরিচালক আক্তার হোসেনের সার্বিক তত্ত¡ধানে দোয়ার অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ হাবিবুর রহমান। এছাড়াও নলতা ইউনিয়ন পরিষদ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান র্যালী ও দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেছে।