মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

নলতায় বিভন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পলিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে স‚র্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। অন্যান্যদের মধ্যে ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, আব্দুল্লাহ মোড়ল, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ শমসের আলী, ৩নং ওয়ার্ড সভাপতি লক্ষণ চন্দ্র রায়, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ৫নং ওয়ার্ড সভাপতি মোহাম্মাদ আলী, সম্পাদক আলহাজ্জ মোঃ আরশাদ আলীসহ আওয়ামীলীগ, যবুলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ হাবিবুর রহমান। পরে কাঙ্গালী ভোজ করা হয়। এদিকে নলতার ইডা সংস্থা ও ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে, ইডার নির্বাহী পরিচালক আক্তার হোসেনের সার্বিক তত্ত¡ধানে দোয়ার অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ হাবিবুর রহমান। এছাড়াও নলতা ইউনিয়ন পরিষদ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান র‌্যালী ও দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com