বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মানবতার ঘর ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় এলাকার দুঃস্থ এবং অসহার পরিবারের আত্মনির্ভর শীল ও কর্মমূখী করার প্রত্যয়ে ৩টি অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে মটরভ্যান বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানবতার ঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজ সেবক ইঞ্জিনিয়র আয়ুব হোসেন মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সদস্য এনামুল হোসেন, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, বাচ্চু, আযম নজরুল, কামরুল, আবিদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মোঃ মোখলেছুর রহমান। এছাড়াও আগেও উক্ত সংগঠনের পক্ষ থেকে একাধিক পরিবারের মাঝে মটরভ্যান, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।