বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও নব জীবনের অর্থায়নে বুধবার বেলা ১১টায় গরীব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার মোঃ হেমায়েত হোসেন, নবজীবন সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসেন, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার উত্তম কুমারসহ আলম, সাইদুর রহমান প্রমুখ। প্রত্যেক শিক্ষাদের নগদ এক হাজার টাকা শিক্ষা ভাতা ও খাতা, কলম, ডিটারজেন পাউডার, তৈল কম পাউডার, জ্যামিতি বক্স, ওর স্যালাইন, সাবান, নাপা বড়ি প্রদান করা হয়।