মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে ও নবজীবনের অর্থায়নে নগত অর্থ শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। গতকাল বেলা ১২টায় ৬৮ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ এক হাজার টাকা, খাতা, কলম, ব্রাশ, টুটপেস্ট, বিস্কুট, ডিটারজেন্ট পাউডার, মিষ্টিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, নলতা রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ বদিউজ্জামান, এম.জে.এফের নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, নবজীবনের প্রোগ্রাম অফিসার মোঃ আশিকুজ্জামান ও মোঃ আনোয়ার, এসডিএফের হোসেন আলী, রুহুল আলম, উত্তম প্রমূখ।