বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার স্বনামধন্য নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বুধবার বেলা ১১ টায় তারুণ্য মেলা, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা ও শহীদ পরিবারের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মাহমুদুন্নবী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম, কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান, আবু ঈছা, নলতা কলেজ সমম্বয়ক মোঃ রনি শেখ, মোঃ হামিদুল ইসলাম, মোঃ সোহান, মোঃ হাসানুজ্জামান হাসান প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, সকল শহীদদের স্মরণে নিরবতা পালন, জুলাই বিপ্লবের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।