বিশেষ প্রতিনিধি ॥ নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদের অনিয়ম অর্থ আত্মসাৎ, শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসদাচরন, প্রক্তন এমপি রুহুল হকের আশ্রয়ে প্রশ্রয়ে দুর্নীতি সর্বপরি বিএনপি জামাত হিসেবে শিক্ষকদের উপর ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ সহ বহুবিধ অভিযোগ গত কয়েকদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন, কলেজ শিক্ষার্থী সহ এলাকাবাসি পদত্যাগ ও বিচারের দাবীতে বিক্ষোভ সহ সড়ক অবরোধের ঘটনা ঘটে। ইতিমধ্যে কলেজ পরিচালনা পর্ষদ অধ্যক্ষ তোফায়েল আহমদকে সাময়িক বরখাস্ত করেছে। গতকাল কলেজ শিক্ষক কর্মচারীরা সম্মিলিত ভাবে নলতার অধিবাসী বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম ও নলতা চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মতবিনিময় করে অনিয়ম দুর্নীতি, নির্যাতন এর বিষয়ে শিক্ষক কর্মচারীসহ বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। লাইফে প্রচারিত মতবিনিময় সভায় শিক্ষকদের অনেকে তাদের উপর অমানবিক নির্যাতন এর কথা অশ্র“সিক্ত অবয়বে বর্ণনা করেন। কথায় কথায় মামা রুহুল হকের কথা কর্ষক এবং হুমকি সহকারে শিক্ষক কর্মচারিদের জানান দিতেন। শিক্ষক কর্মচারীরা দুর্নীতি, অনিয়ম, মানসিক শাস্তি এবং অপমানের পুরোধা অধ্যক্ষের পদত্যাগ দাবী করেন। শিক্ষকরা বলেন মামা ভাগ্নের কলেজ হিসেবে পরিচিত পাওয়া রুহুল হকের পা ধরে ছবি যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার হীন মানসিকতা একজন অধ্যক্ষের পদ পদবি এবং মর্যাদার সাথে কেবল সাংঘর্ষিক নয় কলেজের জন্য চরম অবমাননাকর। ডাঃ শহিদুল আলম শিক্ষকদের বক্তব্য অবস্থান, অনিয়ম, দুর্নীতি বিষয়ে অবগত হয়ে বিষ্ময় প্রকাশ করে বলেন, আপনাদের অনুভূতি আবেগ এবং অবস্থানের সাথে যে কোন বিবেকবান মানুষ একাত্বতা প্রকাশ করবেন। তিনি শিক্ষকদের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন, এবং দুদকের সহযোগিতার গ্রহনের বিষয়ে নিশ্চিত করনের আহবান জানান। এবং বর্তমান পরিচালনা পর্ষদকে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে অভিমত প্রকাশ করেন। চেয়ারম্যান আজিজুর রহমান জানান, অনিয়ম, দুর্নীতিকে কোন ভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। সভায় শিক্ষক কর্মচারীরা ডাঃ শহিদুল আলমকে আগামী দিনের সভাপতি এবং চেয়ারম্যান আজিজুর রহমানকে শিক্ষানুরাগী হওয়ার আহবান জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল−াহর সভাপতিত্বে সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এবাদুল ইসলাম, স্টাফ কাউন্সিল সম্পাদক সহকারী অধ্যাপক মোস্তফা হেলাল উদ্দীন আহমদ, আলতাফ হোসেন, মানস চক্রবর্তী, মোমেনা খানম, ফেরদৌসি আক্তার, আঃ মজিদ, শফিউল ইসলাম, ফিরোজ হালদার প্রমুখ।