বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্জ অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক মাহমুদুন্নবী খানের সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের শিক্ষক মোঃ রফিক আহমেদ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম (খোকন), কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাজী আলী আজম, আলহাজ্জ শিক্ষক মোঃ আবুল ফজল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালামসহ কলেজের শিক্ষক—কর্মচারী, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক ডাঃ শহিদুল আলম বলেন, মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আজ আমরা এখানে সমবেত হতে পেরেছি। দেশ থেকে স্বৈরশাসক পতনের পর সারা দেশে শান্তিপূর্ণভাবে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে, তার অংশবিশেষ আমরা আজ সমবেত হয়েছি। কিছু চক্রান্ত এখনো দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য চেষ্টা চালাচ্ছে। সকলে সতর্ক থাকবেন। আলোচনায় ও ইফতার মাহফিলের সভাপতি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ বলেন, আমি এবং আমার কলেজের সকল শিক্ষকরা অত্যন্ত খুশি হয়েছি সকলের উপস্থিতি দেখে। আশা করি সারা বছর কলেজের শিক্ষা ও সকল ক্ষেত্র আপনারা এভাবে এগিয়ে আসবেন।