বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া পাবলিক লাইব্রেরীতে গত ১৪ অক্টোবর শনিবার বিকাল ৫টা হতে বার্ষিক সাধারণ সভা ও পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং নলতা শরীফের পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর সার্ধশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও মিশনের কর্মকর্তা আলহাজ্জ মোঃ সাইদুর রহমানের সবাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, নলতা আহ্ছানিয়া দুরুল উলুম ফাজিল মাদ্রসার শিক্ষক আলহাজ্জ মোঃ আবুল ফজল, মোঃ খায়রুল হাসান, মোঃ মালেকুজ্জামান, মোঃ রবিউল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিক্ষক মোঃ মশিউর জামান। অনুষ্ঠানের শেষপ্রান্তে বার্ষিক পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।