বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়ার ডিগ্রী কলেজে ২৫ মার্চ সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান, জাফরপুর কাজী আলাউদ্দীন কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুস, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, নলতা হাসপাতালের সুপারিনটেন্ডডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, মিশন কর্মকর্তা আলহাজ্জ শিক্ষক আবুল ফজল, সাবেক নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, যুবলীগনেতা খাদেমুল ইসলাম তুফানসহ কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ। ইফতার মাহফিলের শেষপ্রান্তে দোয়া পরিচালনা করেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিক আহম্মদ।