বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৮ মার্চ ১৭ রমজান সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান’র সভাপতিত্বে দোয়া—দুরুদ ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম হাফেজ মোঃ আল—আমিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা চৌধুরী আমজাদ হোসেন, ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম মৃধা, মোঃ রেজাউল ইসলাম, যুবদল নেতা মোঃ আব্দুল আজিজ, ব্যবসায়ী মোঃ শরিফুজ্জামান বিপ্লব, ইউপি সদস্য মোঃ হাবিুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালামসহ সকল ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।