বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল শুক্রবার বিকাল ৫টায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক সজল মুখার্জি, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ এবং অঙ্গসহযোগি সংগঠনের সদস্যবৃন্দ। সভায় বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন ও নতুন সদস্য সংগ্রহসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।