বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের হলরুমে গতকাল রবিবার সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইউএসআইডি/বিএইচএ রেসিলেন্স প্রজেক্ট বাংলাদেশে দুর্যোগপ্রবহন সম্প্রদায়ের সক্ষমতা বাড়ানো প্রকল্পের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাচনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি এর আলোকে দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, প্রজেক্ট অফিসার বিপ্লব তফাদার। প্রশিক্ষণ কর্মশালায় ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কবি মোঃ ইব্রহিম খলিল, শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, শ্রী লক্ষণ চন্দ্র রায় সহ ৪০ জন্য প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।