বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির সদস্য, দেশের স্বণামধন্য ঔষধ কোম্পানি জেসন ফার্মাসিটিক্যাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী, গরীব-দু:খী, অসহায় মানুষের দুর্দিনের কান্ডারী আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ’র (৮৬) ১ মে সোমবার নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে যানাজা শেষে ফ পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাদদেশে মসজিদ সংলগ্ন পূর্ব নির্ধারিত কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে যানাজা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মোঃ শামছুল হুদা। এর আগে ঢাকার কয়েক জায়গায় আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ’র নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সর্বশেষ ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল শনিবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই সহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে যানাজায় উপস্থিত ছিলেন ও মরহুম আলহাজ্জ সেলিমউল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এডহক কমিটির আহবায়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আব্দুর রাজ্জাক, মরহুম সেলিমউল্লাহ’র একমাত্র পুত্র মোঃ এনাম মল্লিক পরশ, কলকাতা থেকে আসা মরহুমের ভ্রাতা আলহাজ্জ কলিম মল্লিক, মরহুমের ২ জামাতা, আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান, আলহাজ্জ শিক্ষক আবুল ফজল, মিশনের বর্তমান ও সাবেক কর্মকর্তাবৃন্দ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ মুজিবর রহমান, অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন আহ্ছানিয়া শাখা মিশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ,শিক্ষক, চিকিৎসক, সংবাদকর্মী, চাকুরীজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ তথা নানা শ্রেণি-পেশার প্রায় ৩ হাজার মুসল্লী।