বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য, চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক, নলতা শরীফের পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ছোট ভাই আলহাজ্ব হজরত খানবাহাদুর মোবারক আলীর দৌহিত্র ও মৌঃ আজিজার রহমানের পুত্র আলহাজ্জ মোঃ মনিরুজ্জামান (৭৯) গতকাল ৬ আগস্ট রবিবার বিকাল ২টায় ৩৫মিনিটে চট্রগ্রাম সি.এস.সি.আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহে…….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ২কণ্যা, ৫ভাই,৫বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্জ মোঃ মনিরুজ্জামানের মুত্যুতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারী, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আব্দুর রাজ্জাকসহ এলাকাবাসী গভীর শোক প্রকাক করেছেন।