বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ৩০ মে সোমাবার বেলা ১০টায় ২০২২ সালের ৩৩৭ জন এস.এস.সি পরীক্ষার্থীদের ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মমিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্জ ডাঃ মোঃ আকছেদুর রহমান। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সহকারী অধ্যাপক স.ম মমতাজুর রহমান, এড.আব্দুল জব্বার, মো.গোলাম মোস্তফা, উম্মে ফারওয়া, প্রভাষক মোঃ মনিরুজ্জামান (মহসিন), দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজিতে শুভেচ্ছা বক্তব্য রাখে সিগমা হামিদ। অশ্র“সিক্ত বেদনাপুঞ্জি পাঠ করে পরীক্ষার্থী আনিকা কবীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তী।