মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রকৌশলী হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা প্রয়াত ছিয়ামত আলী বিশ্বাসের কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো: শহীদুল আলম এর বোন, প্রাক্তন কৃতি শিক্ষার্থী প্রকৌশলী হোসনেয়ারা বানু বৃত্তির ১ম কিস্তির জন্য মনোনীত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির দরিদ্র ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৫০০ টাকা হারে এককালীন ৬ মাসের ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। উক্ত বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম, প্রকৌশলী হোসনেয়ারা বানু’র মেজ ভাই সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এস ডি এফ) সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ বৃত্তির টাকা প্রাপ্ত ২০জন শিক্ষার্থীবৃন্দ।
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ঐতিহাসিক ৭মার্চ পালিত
বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্টাফ কাউন্সিল এর সেক্রেটারি মুজতবা হেলাল উদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি এসএম মহসিন আলী, প্রভাষক ফিরোজ শাহ আলম, শিক্ষক প্রতিনিধি সুধা রানী পাল, শিক্ষক প্রতিনিধি জি এম রশিদুজ্জামান। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন, আলোচনা, কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাবু দীপক কুমার পাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com