বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর—এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা—চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৬১ তম বার্ষিকী ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফে আগত ভক্তদের টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গ্রামীণ সাধারন মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে অনুরোধের কারণে ওরছ শরীফে ১ম দিন থেকে শুরু হওয়া চিকিৎসা সেব ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। ডক্টর লাইভ ও অর্ণব হিড ফাউন্ডেশনের আয়োজনে ডক্টর লাইভ টেলিভিশন সেবায় গত তিন দিনে ২সহ¯্রাধিক রোগী টেলিমিটিশনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে স্বাস্থ্য সেবা নিয়েছেন, ফ্রি ডায়াবেটিস টেস্ট করেছেন, পেশার পরীক্ষা ছাড়া ছোটখাটো পরীক্ষা করেছেন। তাদের এই কার্যক্রম ছিল সম্পূর্ণ বিনামূল্যে ফলে এটি দরিদ্র অসহায় মানুষের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে ভালো ডাক্তার দেখান। ডক্টর লাইফ এর ফ্রি সেবা পেতে নলতা মোবারক আলী দাতব্য চিকিৎসালার সম্মুখে আসার জন্য কতৃর্পক্ষ আহবান জানিয়েছেন।