বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা এর যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ৭ ও ৮ ডিসেম্বর ২০২৪, শনি ও রবিবার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা সেবা নিতে আগ্রহী রোগিদের যথা সময়ে আসার জন্য মিশন কতৃর্পক্ষ আহবান জানিয়েছে।