বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অব্যাহত দেশের সর্ববৃহত ইফতার মাহফিলে ২৪ মার্চ (১৩ রমজান) রবিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি লিঃ এর নলতা পিএলসি শাখার পক্ষ থেকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তাদের হাতে ৩লক্ষ ২০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। উক্ত চেক প্রদান কালে উপস্থিত ছিলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনার বিভাগীয় প্রদান আহমেদ আশিক রাজ্জী, নলতা পিএলসি শাখার প্রধান জি এম মাসুম, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, মিশনের কর্মকর্তা আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে অধ্যক্ষ ও মিশন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, আলহাজ্জ শিক্ষক মোঃ আবুল ফজল, মিশনের হিসাব রক্ষক মোঃ এবাদুল হক, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক নিয়াজ কাওসার তুহিন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম বিন আকবর, সাংবাদিক ফজলুর রহমানসহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি লিঃ এর খুলনা ডাক বাংলা, ফুলতলা, কেশবপুর, পাটকেলঘাটা, সাতক্ষীরা, শ্যামনগর, কালিগঞ্জ, নলতা শাখার ব্যবস্থাপক, উপ শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে সকলে ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।