শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

নলতা শরীফে পীর কেবলার বেছাল শরীফ উপলক্ষে ৩দিন ব্যাপী মিলাদ শরীফ আজ থেকে শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল­াহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল­া (রঃ) এঁর ৩ দিন ব্যাপী বেছাল শরীফ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে আজ রবিবার থেকে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ৩দিন ব্যাপী অনুষ্ঠানে শুরুতে আজ ৮ মেম রবিবার সকাল সাড়ে ৯টায় ও বাদ মাগরিব এবং ৯ ও ১০ মে বাদ ফজর ও বাদ মাগরিব মিলাদ-মাহফিল , আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে দো-জাহানের অশেষ নেকী হাছিল করার জন্য মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com