বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে কামেল বিংশ শতাব্দির শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সমাজ ভাবনা সংগঠনের সব্যসাচি রূপকার, দেশের অনন্য সাধারণ সেবা প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, সাহিত্যিক ও চিন্তাবিদ, মুসলিম রেঁনেসার অগ্রদূত, সর্বজন শ্রদ্ধেয় ছুফী-সাধক, ওলী-এ কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিলাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউলা (রঃ) এঁর ১৪৯ তম জন্ম-বার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল ১০ ডিসেম্বর শনিবার সকাল ৯টা হতে ফ্রি- মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিষয়ে অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব, ডা: সঞ্জয় কুমার সরকার, ডা: কল্যাণাশীষ সরদার, ডা: দেব প্রসাদ অধিকারী, ডা: মনিরুল ইসলাম, ডা: এ এইচ এম মনিরুজ্জামান, ডা: প্রভাষ কুমার সরদার, ডা: অরুণ কুমার ব্যাণার্জী ও ডা: আবুল হোসেন ৮০৮ জন, গাইনি বিষয়ে ডা: কানিজ ফাতেমা, ডা: কামরুন্নাহার শিউলী, ডা: রহিমা খাতুন, ডা: নাসরিন নাহার, ডা: অন্যন্যা রানী সরকার, ডা: সালমা খাতুন, ডা: মানছুরার ইয়াছমিন, ডা: আঞ্জুমানারা, ডা: আনোয়ারা নাজনীন, ডা: আইরীন নাহার ও ডা: সাইরিস মেহেরা সেতু ২৫১ জন, শিশু বিষয়ে ডা: হাসান, ডা: নবকৃষ্ণ ঘোষ সুমন, ডা: মারুফুজ্জামান, ডা: এল এন দাশ ও ডা: ইয়াছিন আলী শিশু ১৫৭ জন, নাক-কান-গলা বিষয়ে ডা: জি এম ফারুকুজ্জামান ৩২৫ জন। মোট ১,৫৪১ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি মিশনের পক্ষ থেকে কিছু প্রয়োজনীয় ঔষধ ও ফ্রি ইসিজি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া আগামী ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিগত বছরের ন্যায় ১৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনকৃত বাচ্চাদের সুন্নতে খাতনা প্রদান করা হবে বলে মিশনের হিসাব রক্ষক এবাদুল হক জানিয়েছেন।