বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান হোসেনের পিতা মরহুম মোঃ রাশেদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সোমবার বাদ যোহর তার নিজস্ববাসভবনে মিলাদ শরীফ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মিলাদ শরীফ ও পরিচালনা করেন হাফেজ মোঃ আশিকুর রহমান। হামদ, নাতে-রাসুল ও মরশিদী পরিবেশন করেন, মৌঃ মোঃ আব্দুল হাকিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মুসুল্লিদের নিয়ে মরহুম রাশেদ আলীসহ এলাকার সকল মৃত ব্যক্তির রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা কারেন, হাফেজ মোঃ আশিকুর রহমান।