বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে কামেল অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, মুসলিম রেঁনেসার অগ্রদ‚ত, সাহিত্যিক, দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিলাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউলা (র.) এঁর স্থগিত হওয়া ৫৮ তম বার্ষিক ৩দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে আগামী ১১, ১২ ও ১৩ মার্চ শুক্রবার, শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে। গতকাল ২৩ ফেব্র“য়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের হল রুমে কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। উক্ত সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ মো. ইউনুস,আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো.শফিকুল আনোয়ার রঞ্জু,আলহাজ্জ একরামুল রেজা, মো. খায়রুল হাসান, আলহাজ্জ মুজিবর রহমান শিক্ষক প্রমূখ উপস্থিত ছিলেন বলে বলে মিশনের হিসাব রক্ষক মোঃ এবাদুল হক জানিয়েছেন।