বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর—এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আধ্যাত্মিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা—চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৬১ তম বার্ষিকী ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ আগামী ইং ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। আর এই পবিত্র ওরছ শরীফ উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পাক রওজা শরীফ, মাহফিল মাঠসহ আশপাশের এলাকাকে সজ্জিত করা হচ্ছে নান্দনিকতায়। এছাড়াও এলাকার প্রতিটি ঘরবাড়ি গোছানেসহ সব প্রস্তুতি প্রায় শেষ। চারিদিকে এখন সাজ সাজ রব। পুরো এলাকায় বিরাজ করছে পবিত্র ওরছ শরীফের আমেজ। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের হিসাব রক্ষক মোঃ এবাদুল হক জানান, পবিত্র ওরছ শরীফে দেশ—বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ ও মেহমানদের জন্য ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। পুরুষদের পাশাপাশি থাকবে নারীদের জন্য আলাদা ব্যবস্থা। তিনদিনের এই পবিত্র ওরছ শরীফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামরা কোরআন, হাদিসের আলোকে শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া মিলাদ, কেয়াম ও সকল মুসলিম উম্মার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।