বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের ৩য় তলায় গত ১৫ জানুয়ারী রবিবার বিকাল ৫টায় নলতা শরীফ প্রেসক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান (মহসিন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক খোকন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, প্রফেসর ডাঃ রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ বদিউজ্জামান (মিলটন), কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম-সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রম‚খ। বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় মোট ৩২ জন ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।