বিশেষ প্রতিনিধি \ সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ শাহী জামে মসজিদে ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা প‚রণের জন্য আলাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। পবিত্র এ রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। মাগরিবের পরপরই মসজিদে মুসলিরা সমবেত হন। এশার নামাজ জামাতে আদায়ের পর সবাই নফল নামাজসহ নানা ইবাদত বন্দেগিতে মশগুল হন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় ও আখেরি মোনাজাতে অংশ নিয়ে ঘরে ফেরেন অনেকে। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আবার অনেকে বাসাবাড়িতে সারা রাত জেগে ইবাদত করেন। পবিত্র লাইলাতুল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনায় নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওঃ আবু সাঈদ বলেন, লাইলাতুল কদরের রাত বিশ্ব মুসলিম স¤প্রদায়ের কাছে এক অতি গুরুত্বপ‚র্ণ রাত। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী বা মর্যাদাসম্পন্ন রাত। পবিত্র এ রাতেই মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন। পবিত্র কুরআনে এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। রমজান মাসের ২১ থেকে ২৯ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ তারাবী অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে ধরে নেয়া হয়।