বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় মাহবুবে ছোবহানী, কুতুবে রব্বানী, গাওছে ছামদানী পীরানে পীর হজরত সৈয়দ মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী বোগদাদী (রঃ) এঁর পবিত্র ফাতেহায়ে দোয়াজ দাহম উপলক্ষে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা ৬ নভেম্বর রবিবার বাদ মাগরিব হতে নলতা শরীফ শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বহু প্রখ্যত ওলামায়ে কেরাম ও বুজর্গানেদ্বীন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত দো-জাহানের অশেষ নেকি হাছিল করার জন্য মিশন কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন।