বিশেষ প্রতিনিধি ॥ ছাইয়েদে খায়রুল বাশার, হাদিয়ে রওশন জমীর, বাদশাহে দো-আলম, ইমামুল মোরছালিন, খাতেমুন নাবিয়ীন, হজরত আহমাদ মোজতবা মোহাম্মাদ মোস্তফা ছাল্লাল্লাহু ওয়ালিহি ওয়াছাল্লামে জন্ম দিবস ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ শাহী জামে মসজিদে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব হতে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক’র সভাপতিত্বে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন, আলহাজ্জ মাওঃ মোখলেছুর রহমান বাঙ্গালীসহ বহুওলামায়ে কেরাম। অনুষ্ঠানের শেষপ্রান্তে সকল মুসলিম উম্মার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান। এছাড়াও নলতা চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের আয়োজনে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব হতে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোঃ আবু মাসদ’র সভাপতিত্বে ও আলহাজ্জ মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন, আলহাজ্জ হাফেজ মাওলানা মুফতি কামরুজ্জামান সিদ্দিকী, চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মুফতি ক্বারী মাওঃ নজরুল ইসলাম প্রমূখ। গজল ও কেয়াম পরিবেশন করেন, মোঃ শাহিন আলম. শাকিল আহমেদ, আব্দুর রহমান। অনুষ্ঠানের শেষপ্রান্তে সকল মুসলিম উম্মার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। নলতা মোবারবনগর বাজারের নলতা শরীফ সুপার মার্কেটের সকল ব্যবসায়ীদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় তাজেদারে রিসালাত পে লাখো সালাম শাহেন শাহ্ েনবুয়াত পে লাখো সালাম, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (দঃ), মু’মিনেরই ঈদ এই শ্লোগানে জশনে জুলস ঈদে মিলাদুন্নবী (সঃ) মোবাবর র্যালী মার্কেটের সামনে থেকে বের হবে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও উত্তর মাঘুরালী জামে মসজিদ সহ আশেপাশে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।