বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৭৪ নলতা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এক শিক্ষক, ৮ম ও ৬ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ মোঃ মালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। অনুষ্ঠানে ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া ও অর্পন রায়সহ ক্ষুদে ৫ শিক্ষার্থীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য ও বক্তব্য রাখেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমাজ সেবক আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, নলতা ইউপি সদস্য ও কবি ইব্রাহিম খলিল, মৎস্য ব্যবসায়ী মোঃ আনারুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ফতেমা পারভীনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।