দেবহাটা অফিস ॥ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের নাংলায় গতকাল শেখ হয়েছে পাঁচুিদন ব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। অসংক্রামক ব্যাধি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্নয়ে উক্ত মেডিকেল ক্যাম্পটি কার্যক্রম নাংলা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে সফল সমাপনী ঘটেছে। এর পূর্বে আটশতবিঘা, শশাডাঙ্গা, কর্মমহল, ও সুবর্ণবাদ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেনা প্রদান করা হয় ভিন্ন ভিন্ন দিনে। বেসরকারী সংস্থা আশার আলোর বাস্তবায়নে আমেরিকার বস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড এর অর্থায়নে অনুষ্ঠিত বিনামূল্যে স্বাস্থ্য সেবায় দিনগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এবিএম কামরুল আহসান আবু আব্দুল্লাহ আল আজাদ, ডা: জিএম ইমতিয়াজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।