দেবহাটা অফিস \ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের নাংলা ঘোনা পাড়া কমিউনিটি সেন্টারে দিন ব্যাপী গর্ভবতী মায়েদের পুস্টি বিষয়ক শিক্ষা, পরামর্শ ও স্বাস্থ্যসম্মত খাবার বিতরন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেট এর অর্থায়নে গতকাল আয়োজিত উক্ত আয়োজনে সভাপতিত্ব্ করেন আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুলাহ আল আজাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাঁধন, আলমগীর হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি মেম্বর জাকির হোসেন, লিলি পারভীন, হিসাব রক্ষক ফজলুল হক সহ অগনিত স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। গর্ভবতী মায়েরা জানান বহুবিধ পরামর্শের পাশাপাশি তাদেরকে পুষ্টিসমৃদ্ধ খাবার চাল, ডাল, ছোলা, তেল চিনি, লবন, আলু, মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজি বিতরন করা হয়।