দেবহাটা অফিস ॥ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে খুলনা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করলো সাতক্ষীরার দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়। গতকাল খুলনা স্টেডিয়ামে দিন ব্যাপী খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদাহ, জেলা দলের সাথে প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ দল হিসেবে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভলিবল দল, যশোর জেলার শ্রেষ্ঠ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় শেষ হাসি হাসে সাতক্ষীরা জেলা দল নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে চাম্পিয়ন হওয়ার খবরে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল সীমান্ত সংলগ্ন নাংলা, ঘোসপাড়া, বসন্তপুৃর, ছুটিপুর সহ আশপাশের গ্রামগুলোতে খুশির বন্যা বইছে। ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (ভলিবল দলের) সাফল্যের অন্যতম কারিগর প্রধান শিক্ষক এনামুল হক বাবুল বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন এই সাফল্য কেবল ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নয় সাতক্ষীরা জেলা বাসির এলাকাবাসি ভলিবল দলকে বরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান গ্রামবাসি। উল্লেখ্য নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় পড়ালেখায় ভাল ফলাফলেও খুলনা বিভাগের সেরা মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।