এফএনএস স্পোর্টস: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে লিটন কুমার দাসের। বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এর আগে-পরে আইপিএলে পুরোটা সময়ই বেঞ্চে কাটাতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন লিটন। আইপিএলে নিজের অভিষেক মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলে ৪ রান করেন লিটন। পারিবারিক কারণে ছুটি নিয়ে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরেন তিনি। দেশে কয়েক দিন অবস্থান করে ইংল্যান্ডে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চেমসফোর্ডে টাইগার শিবিরে যোগ দিয়েছেন তিনি। কলকাতার একাদশের নিয়মিত মুখ সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। জাতীয় দলে তাদের সতীর্থকেই লিটনের বিকল্প হিসেবে নিয়েছে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার বিশ্বকাপজয়ী ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়াল শাহরুখ খানের দল। কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। ২২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চার্লস। এর মধ্যে ওপেন করেছেন ১৭৯টিতে। রান তোলার গড় ২৫.৪৭ করে। স্ট্রাইকরেট ১২৫.২৭ করে। লিটনের মতো কিপিংও করে থাকেন তিনি।