শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

নাইট রাইডার্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকরা?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: আইপিএলের চলতি ষোড়শ আসরের পয়েন্ট টেবিলের নিচের দিকের দলগুলোর একটি কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তাদের অবস্থান ৭ নম্বরে। ৮ ম্যাচে জয় মাত্র ৩টি। পাশাপাশি বিপুল পরিমাণ সমর্থন হারিয়েছে শাহরুখ খানের দল। স¤প্রতি ইডেন গার্ডেনে অনুষ্ঠিত চেন্নাই-কলকাতা ম্যাচের গ্যালারি দেখে মনে হয়েছে এখানে নাইট রাইডার্স অ্যাওয়ে ম্যাচ খেলছে! নাইট রাইডার্সের সমর্থকের থেকে চেন্নাইয়ের সমর্থক ছিল বহুগুণ বেশি। এ ছাড়া ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচেও দেখা যায় একই দৃশ্য। এই দুই ছবি দেখে এটা স্পষ্ট, সময় যত গড়াচ্ছে ততই নাইট রাইডার্সের সমর্থক কমছে। কেন এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে? কেনই বা নিজের শহরের দলকে ভরসা করতে পারছেন না সমর্থকরা? এমনই একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, আইপিএলে অন্য সব ফ্র্যাঞ্চাইজিতে সেই রাজ্যের ক্রিকেটার থাকলেও কলকাতা নাইট রাইডার্সে পশ্চিমবঙ্গের কোনো ক্রিকেটার নেই। বাঙালি ক্রিকেটার থাকলেও তাকে খেলানো হয়নি। এই অভিযোগ খুব পুরনো হলেও কর্ণপাত করেননি নাইট কর্মকর্তারা। পশ্চিমবঙ্গের কিছু ক্রিকেটার অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো পারফর্ম করছেন। ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত খেলছেন। অপরদিকে দিল্লিতে খেলছেন মুকেশ কুমার, অভিষেক পোড়েল। ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন আকাশদীপ এবং শাহবাজ আহমেদ। কিন্তু অজানা কারণে কলকাতা নাইট রাইডার্সের দরজা তাদের জন্য বন্ধ! এটা অনেকেই মেনে নিতে পারেনি। শুধু সমর্থকরাই নন, পশ্চিমবঙ্গের সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন নাইট রাইডার্স থেকে। নাইটদের দল গঠন নিয়ে আরও প্রশ্ন আছে। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় নাইট রাইডার্স মোটেও তারকাবহুল কোনো দল নয়। যে দুজন তারকা আছেন- সুনিল নারাইন আর আন্দ্রে রাসেল; তারাও বাজে পারফর্ম করছেন। তাই হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন সমর্থকেরা। ২০১৪ সালের পর থেকে শিরোপা জিততে পারেনি নাইট রাইডার্স। একাধিকবার প্লে অফ খেললেও ট্রফির ধারেকাছেও যেতে পারেনি। এসব কারণেই ইডেন গার্ডেনে নাইটদের ম্যাচ থাকলেও প্রতিপক্ষ দলের সমর্থকই বেশি দেখা যায়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com