এফএনএস স্পোর্টস: ট্রেডমার্ক ‘নাগিন ডান্স’ প্রথম আলোচনায় এসেছিল নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। এরপর থেকে এই দুই দেশের ম্যাচ মানেই আলোচনায় থাকে সেই ‘নাগিন ডান্স’। চলমান এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হার দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ‘বাঁচা-মরার লড়ায়’। এর আগে বাংলাদেশকে একটা বার্তা-ই দিলেন রশিদ খান! এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ‘নাগিন ডান্স’ ক্রিকেটারদের মাঝে দেখা না গেলেও। সেইদিন পাল্লেকেলে স্টেডিয়ামে গ্যালারিতে দর্শকদের মাঝে এমন ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। আজ রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে আফগানিস্তান। তবে সেই ম্যাচই বাঁচা-মরার লড়াই বাংলাদেশের জন্য। হারলে দেশের উদ্দেশে বিমানে উঠতে হবে টাইগারদের। তবে আফগানিস্তানকে হারাতে পারলেও সুপার ফোরে উঠতে বাংলাদেশকে পড়তে হবে কঠিন সমীকরণের মুখে। গত শুক্রবার নিজেদের এশিয়া কাপের জার্সি উন্মোচন ও ফটোসেশনে অংশ নেন আফগান ক্রিকেটাররা। সেখানে আফগান লেগ স্পিনার রশিদ খানকে দেখা যায় ‘নাগিন’ রূপে। তবে কি এই তারকা লেগ-স্পিনার বাংলাদেশকে নাগিন নাচে কাবু করার কথাই স্মরণ করিয়ে দিলেন? সামাজিক যোগাযোগমাধ্যমে আফগান ক্রিকেটরা ছবি শেয়ার করার পর রীতিমতো জন্ম দিয়েছে আলোচনার। ক্রিকেটপ্রেমীরা কমেন্টবক্সে লিখছেন, এটা তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার লড়াইয়ের ট্রেডমার্ক। তাহলে কি রশিদও লেগ স্পিনে সাকিবদের ছোবল দেওয়ার অগ্রিম ‘হুমকি’ দিয়ে রাখলেন? কিংবা লঙ্কানদের কাছে হারের ক্ষত মনে করিয়ে খোঁচা দিয়ে বসলেন রশিদ!