ফরিদুল কবির, মথুরেশপুর থেকে \ কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে নবনির্মিত মৎস্য চাঁদনী উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চাঁদনী উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। পরে ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সর্বত্র কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করছেন। আমি নাজিমগঞ্জকে নিজের মনে করে সরকারের উন্নয়ন কাজ করে যাচ্ছি। এমনকি বসন্তপুর নৌ-বন্দরটি পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নাজিমগঞ্জ বাজারসহ অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী জাকির হোসেন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, ব্যবসায়ী প্রভাষক আনিছুর রহমান গাইন প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী মহল সহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুন্না।